দেশে নতুন আতঙ্ক: এইচএমপি ভাইরাস নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫, ১৪:৫২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হওয়ার পর জনমনে উদ্বেগ বেড়েছে। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস ইতোমধ্যে জাপান, মালয়েশিয়া, ভারত হয়ে বাংলাদেশেও পৌঁছেছে। আক্রান্ত নারী বর্তমানে জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, যা ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এইচএমপিভি নতুন কোনো ভাইরাস নয় এবং এটি ইনফ্লুয়েঞ্জার মতো সাধারণ ঠান্ডাজনিত রোগ সৃষ্টি করে। জ্বর, কাশি, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট এর সাধারণ উপসর্গ। তবে সতর্ক না হলে ভাইরাসটি মারাত্মক আকার নিতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেনের মতে, আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কারও অসুস্থতা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
স্বাস্থ্য অধিদফতর এই ভাইরাস প্রতিরোধে সাতটি নির্দেশনা দিয়েছে, যার মধ্যে মাস্ক ব্যবহার, ঘন ঘন হাত ধোয়া এবং অসুস্থ ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা উল্লেখযোগ্য। এ ছাড়া হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা এবং জ্বর বা শ্বাসকষ্ট হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সচেতনতার মাধ্যমে এই ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব বলে বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন।