প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করতে অনুরোধ করেছেন। ১৩ জানুয়ারি, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সঙ্গে সাক্ষাতে তিনি প্রবাসীদের সুবিধার্থে এ বিষয়ে আলোচনা করেন।
এ সময় তিনি ১৮ হাজার বাংলাদেশি কর্মীকে পুনরায় যোগদানের সুযোগ দেওয়ার আহ্বান জানান, যাদের কাজে যোগদানের তারিখ অতিক্রম হয়ে গেছে। হাইকমিশনার জানান, মালয়েশিয়া এবং বাংলাদেশের কর্মকর্তারা একটি যৌথ কারিগরি কমিটি গঠন করে প্রবাসীদের সুবিধার জন্য কাজ করছে।
প্রধান উপদেষ্টা গত অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন এবং আশা প্রকাশ করেন, মালয়েশিয়া দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করবে যাতে বাংলাদেশি কর্মীরা দ্রুততম সময়ে কাজে যোগ দিতে পারেন। এছাড়া, তিনি মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং ASEAN-এ বাংলাদেশের সদস্যপদ অর্জনে দেশটির সহায়তা কামনা করেন।