‘এখানে ঘুঘুর ডাকে অপরাহ্নে শান্তি আসে মানুষের মনে, এখানে সবুজ শাখা আঁকাবাঁকা হলুদ পাখিরে রাখে ঢেকে’ জীবনানন্দের কবিতার মতোই একটি জায়গা পঞ্চগড়ের তেঁতুলিয়ার চৌধুরীগছ এলাকার জবেদা অটো রাইস মিল। দিনভর পাখির কলকাকলি-ওড়াউড়ি। এ যেন পাখির রাজ্য।
ভোরের আলো ফুটতেই হাজির হয় হাজার হাজার ঘুঘু, কবুতর, শালিক। পঞ্চগড়ের চৌধুরীগছ এলাকার জবেদা অটো রাইস মিল যেন রূপ নিয়েছে পাখির অভয়াশ্রমে। মূলত নিরাপদ আশ্রয় ও খাবারের খোঁজেই সেখানে ভিড় পাখিগুলোর। চালকল মালিকও বিরামহীন পাখিদের খাবার সরবরাহ করেন। স্থানীয়দের সঙ্গেও সখ্যতা গড়ে উঠেছে পাখিগুলোর।
স্থানীয়রাও পাখিদের বিরক্ত করেন না। নেই শিকারিদের উৎপাত। ফলে, ৮ থেকে ১০ বছরেই চালকলটি হয়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম। এলাকাবাসীরা বলেন, ‘আমাদের জীবনে এ রকম দৃশ্য জীবনেও দেখি নাই। এত ঘুঘূ আসে। বৃষ্টি পড়লে আরো বেশ আসে।’
সূর্য ওঠার আগেই ওরা আসে পালা করে দল বেধে। চাতালে শুকাতে দেয়া ধান খায়। আবার উড়ে গিয়ে বসে বিদ্যুতের তার, ঘরের চাল বা গাছের ডালে। মূলত নিরাপদ আশ্রয় ও খাবারের খোঁজেই এখানে ভিড় জমায় পাখিগুলো। প্রতিদিন ৩ থেকে ৪ মণ ধান খায় এসব পাখি। তাদের আবদার মেটাতে চালকল মালিকের রয়েছে বিশেষ আয়োজন।