বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি নিয়ে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, এই দাবি আসলে আরেকটি ১/১১ সরকারের গঠনের ইঙ্গিত বহন করে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে নাহিদ ইসলাম বলেন, “১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল।” তিনি উল্লেখ করেন, বিএনপি মহাসচিবের বক্তব্যে গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, “৫ই অগাস্ট থেকে ছাত্র ও জনতার আন্দোলন চলাকালীন, কিছু জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে গিয়ে নতুন সরকার গঠনের পরিকল্পনায় ব্যস্ত ছিলেন।” তিনি দাবি করেন, ছাত্ররা কোনো প্রকার সেনাশাসন বা জরুরি অবস্থা মেনে নেবে না এবং বিএনপির জাতীয় সরকারের প্রস্তাবনা নির্বাচনের পরে আসা উচিত ছিল। তিনি বলেন, “বিএনপি জাতীয় সরকারের কথা বলছে, অথচ অভ্যুত্থানের পরেই দেশের জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল।”
তিনি সতর্ক করে বলেন, “বিএনপির এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র-জনতা এটি মেনে নেবে না।” নাহিদ ইসলাম বিএনপির কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানান, তারা যেন অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে না গিয়ে ছাত্র-জনতার সঙ্গে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নেন। তিনি মনে করেন, বিএনপির দেশপ্রেমিক নেতৃত্বকে এই সংকটময় মুহূর্তে সঠিক পথে পরিচালিত করতে হবে।