• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কার ও নির্বাচনের সেতুবন্ধন: ফখরুলের স্পষ্ট বার্তা

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ১৬:৩৭ অপরাহ্ণ
সংস্কার ও নির্বাচনের সেতুবন্ধন: ফখরুলের স্পষ্ট বার্তা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ জানুয়ারি) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, “সংস্কার চলবে, নির্বাচন হবে। নির্বাচনের মধ্য দিয়ে যে দল সরকারে আসবে, তারা সংস্কারের ধারা অব্যাহত রাখবে।” বিএনপির প্রতিষ্ঠাতার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের নেতা-কর্মীরা এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও হাতে আসেনি। রিপোর্ট পেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। গণতন্ত্রে দ্রুত ফেরার পথ তৈরি করতে হবে এবং সেটা নির্বাচনের মাধ্যমেই হতে হবে।” তিনি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেন, “তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। তার ঐতিহাসিক ঘোষণায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল মানুষ, আর ৭ নভেম্বরের বিপ্লব তার নেতৃত্বের মাইলফলক।” অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, উপদেষ্টা আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা জিয়াউর রহমানের দেখানো পথ ধরে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।