মেডিক্যাল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ শিক্ষার্থীর ফল স্থগিত
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ১৯:৪২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তান কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন জানান, এই শিক্ষার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়, যেখানে দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য ৫,৩৭২ জন নির্বাচিত হন। মুক্তিযোদ্ধার সন্তান কোটায় উত্তীর্ণ হওয়া ১৯৩ জনের বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। কেউ কেউ অভিযোগ করেন, কম নম্বর পাওয়া সত্ত্বেও কোটার ভিত্তিতে ভর্তির সুযোগ পেয়েছেন এসব শিক্ষার্থী। এ নিয়ে রাতেই কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা এবং ফল বাতিলের দাবি জানান।
অধ্যাপক রুবীনা ইয়াসমীন জানান, যাচাই-বাছাইয়ের জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে। ২৭ থেকে ২৯ জানুয়ারির মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের সব কাগজপত্র নিয়ে মন্ত্রণালয়ে আসতে বলা হয়েছে। যাচাইয়ের পর নিশ্চিত করা হবে, তালিকায় মুক্তিযোদ্ধার সন্তান ছাড়া অন্য কেউ রয়েছেন কিনা। তিনি বলেন, “এটি কেবল প্রাথমিক ফলাফল। সব কিছু ফাইনাল হবে কাগজপত্র যাচাইয়ের পর। এবার কলেজ পর্যায়ে যাচাইয়ের পরিবর্তে মন্ত্রণালয়ে এই কাজ সম্পন্ন করা হবে।”