দখিনের সময় ডেস্ক:
আজ বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণকারী এই জাতীয় নেতা আজও দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় স্থান অধিকারী। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও শহীদ জিয়ার কবরস্থানে শ্রদ্ধা নিবেদন।
কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কমলাপুর রেলওয়ে স্টেশনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি, শেরে বাংলা নগরে শহীদ জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে নেতৃবৃন্দ। এছাড়া, সারা দেশের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। বিএনপি তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিনের কর্মসূচি পালনের মাধ্যমে তার আত্মত্যাগ ও দেশের প্রতি অবদানকে স্মরণ করবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ২৬ মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং ৭ নভেম্বর সৈনিক-জনতার বিপ্লবের মাধ্যমে দেশকে রাজনৈতিক সংকট থেকে উদ্ধার করেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, কৃষি বিপ্লব এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অসামান্য অবদান রেখেছেন। ফখরুল আরও বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বেই দেশ আন্তর্জাতিক মঞ্চে মর্যাদা লাভ করে, যার পরিণতিতে ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করলেও তার প্রতি জনগণের ভালোবাসা অটুট রয়েছে।