TOPSHOT - This picture taken on December 31, 2019 shows a firefighter hosing down trees and flying embers in an effort to secure nearby houses from bushfires near the town of Nowra in the Australian state of New South Wales. - Fire-ravaged Australia has launched a major operation to reach thousands of people stranded in seaside towns after deadly bushfires ripped through popular tourist areas on New Year's Eve. (Photo by SAEED KHAN / AFP)
দখিনের সময় ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের দাপটে পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বুধবার (২২ জানুয়ারি) উত্তর কাস্টেইক লেক এলাকায় নতুন করে দাবানল ছড়িয়ে পড়ে, যা ইতোমধ্যে পুড়িয়ে দিয়েছে ১০ হাজার একরেরও বেশি এলাকা। হাজারো বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালাতে হয়েছে। আগুনের তীব্রতায় ইন্টারস্টেট ফাইভ মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে, যা যুক্তরাষ্ট্রের মেক্সিকো থেকে কানাডা পর্যন্ত সংযোগস্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ রাস্তা।
বিশেষজ্ঞদের মতে, এ ভয়াবহ পরিস্থিতির প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। ঝোড়ো বাতাস দাবানলকে দ্রুত ছড়িয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে লস অ্যাঞ্জেলেসে ধ্বংস হয়েছে ১২ হাজারের বেশি অবকাঠামো। ফায়ারফাইটার্স ইউনাইটেড ফর সেফটি, এথিক্স অ্যান্ড ইকোলজির নির্বাহী পরিচালক টিমোথি ইঙ্গলসবি মন্তব্য করেন, “আমরা এই দাবানল নিয়ন্ত্রণের সব মনুষ্য সীমা অতিক্রম করেছি।” বিশেষ করে, দ্রুত মোতায়েন ও পর্যাপ্ত দমকল বাহিনীর অভাবে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে বিতর্ক উঠেছে। বর্তমানে গৃহহীন পৌনে এক লাখ মানুষ নতুন আশ্রয়ের সন্ধানে দিশেহারা।
Post Views:
০