• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

তল্লাশিতে বিমানে বোমাসদৃশ কোনো বস্তু পাওয়া যায়নি

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫, ১৭:৩৭ অপরাহ্ণ
তল্লাশিতে বিমানে বোমাসদৃশ কোনো বস্তু পাওয়া যায়নি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম থেকে আসা ফ্লাইট বিজি-৩৫৬-এ বোমার হুমকি পাওয়ার পর তল্লাশি চালানো হলেও কোনো বোমা বা বিস্ফোরকদ্রব্য মেলেনি। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর যাত্রী ও ক্রুসহ ২৫০ জনকে প্লেন থেকে বের করে তাদের ব্যাগেজ টার্মিনালে এনে তল্লাশি করা হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, পুরো বিমান তল্লাশি ও ব্যাগ চেকের পর কোনো বোমাসদৃশ বস্তু পাওয়া যায়নি। তবে যাত্রীদের সাময়িকভাবে টার্মিনালে রাখা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে, একটি অজ্ঞাত নম্বর থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে ফোন করে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। ফ্লাইটটি অবতরণের পরপরই বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের প্রতিটি অংশ—সিট, করিডোর, টয়লেট, ক্যাফে—তল্লাশি করে এবং যাত্রীদের ব্যাগ একে একে চেক করা হয়। এই ঘটনায় নিরাপত্তার স্বার্থে ইমিগ্রেশন প্রক্রিয়া স্থগিত রাখা হয় এবং বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। থ্রেটের বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।