• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ন্যাটো-জাতিসংঘের বিচ্ছেদ চান ইলন মাস্ক

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২, ২০২৫, ১৬:০৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের ন্যাটো-জাতিসংঘের বিচ্ছেদ চান ইলন মাস্ক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিলিয়নিয়ার ইলন মাস্ক ন্যাটো ও জাতিসংঘ থেকে যুক্তরাষ্ট্রের বিচ্ছেদের পক্ষে অবস্থান নিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি সমর্থন জানিয়ে মাস্ক বলেছেন, এই জোটগুলোতে থাকার চেয়ে বিচ্ছিন্ন হওয়াই যুক্তরাষ্ট্রের জন্য ভালো। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক ট্রাম্পের প্রশাসনে সরকারি দক্ষতা উন্নয়ন বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, ‘আমি বিষয়টা সমর্থন করি।’
প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কমানোর ইচ্ছা প্রকাশ করেছেন এবং ন্যাটো ছাড়ার সম্ভাবনা উঁকি দিয়েছে তার কথায়। তিনি বলেন, জোটের অন্যান্য সদস্যরা প্রতিরক্ষা ব্যয়ের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যাটোতে থাকা যৌক্তিক নয়। মাস্ক তার মন্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছেন, আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্নতার পক্ষে তিনি আছেন এবং এই অবস্থানকে ভবিষ্যতের জন্য ইতিবাচক মনে করেন।
তবে ট্রাম্প ও মাস্কের এই অবস্থান ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ন্যাটো ও জাতিসংঘের মতো সংস্থা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে বিশ্ব নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি এবং মাস্কের সরাসরি সমর্থন আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যে নতুন মোড় আনতে পারে। ফলে এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি ফলাফল কী হবে, তা নিয়ে এখনই বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়েছে।