আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কললিস্টে একাধিক নায়িকা ও নেত্রীদের তালিকা সামাজিক যোগাযোগামাধ্যমে ভাইরাল হয়েছে। ওই কললিস্ট অনুযায়ী নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, অ্যানজেনা এলিনসহ মডেল নায়িকারা যেমন আছেন। তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী কবিতাকেও। একটি বেসরকারি টেলিভিশনের তথ্যনুযায়ী জানা গেছে, ৫ আগস্ট ওবায়দুল কাদের নায়িকা সোহানা সাবাসহ প্রয়াত নায়িকা মেঘলার সঙ্গেও একাধিকবার যোগাযোগ করেন।
প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর ওবায়দুল কাদেরের ৫ আগস্টসহ আগের এবং পরবর্তী সময়ের কললিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করেন। এই সিডিআর কপি বের হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় সাবেক এই সেতুমন্ত্রীর কললিস্ট। গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণআন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। তারপর থেকেই কার্যত দলটির অনেক নেতাকর্মী বিচারের মুখোমুখি বেশিরভাগই রয়েছেন পলাতক। পলাতকের তালিকায় অন্যতম নাম ওবায়দুল কাদের।
ক্ষমতায় থাকাকালীন ওবায়দুল কাদের সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের সঙ্গে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা। যাতে প্রকাশ পেত অনেক নায়িকাদের সঙ্গে তার নিবিড় সম্পর্কের রসায়ন। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আলোচনা-সমালোচনা হতো নেটিজেনদের মুখে। কিন্তু প্রকাশ্যে সেগুলো নিয়ে কেউ কথা বলতে পারতেন না। পালিয়ে যাওয়ার পর থেকে কাদেরকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে।