দখিনের সময় ডেস্ক:
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন দাঁড়িয়েছে ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলারে। রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়ে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ঋণ শর্ত পূরণে নিট রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তবে জুনের মধ্যে ১৭ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে এখনো প্রায় ১ বিলিয়ন ডলার ঘাটতি রয়েছে। বর্তমান নিট রিজার্ভ ১৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি এপ্রিলের ১২ তারিখ পর্যন্ত গ্রস রিজার্ভ হয়েছে ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী যা প্রায় ২১ বিলিয়ন। এর আগের সপ্তাহে (৬ এপ্রিল) গ্রস রিজার্ভ ছিল ২৫ দশমিক ৬২ বিলিয়ন এবং নিট রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। মার্চের শেষ দিকে রিজার্ভ আরও নিচে নেমে ছিল ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। এই ধারাবাহিক বৃদ্ধিকে ইতিবাচক প্রবণতা হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক।
রেমিট্যান্স প্রবাহ ছিল এ উত্থানের অন্যতম কারণ। মার্চ মাসে দেশে এসেছে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার, যা এক মাসে দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রবাহই রিজার্ভ বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে। উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ মডেলে নিট রিজার্ভ নির্ধারণে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়া হয়, যা প্রকৃত অবস্থান বুঝতে সাহায্য করে।