স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার কথাটি তার ব্যক্তিগত মন্তব্য নয়, বরং সাধারণ মানুষের মতামতকে সাংবাদিকরাই সেইভাবে উপস্থাপন করেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি কিছু বলিনি, বলেছে জনগণ। সাংবাদিকরাই সেটি তুলে ধরেছেন যে আমি বলেছি, অথচ আমি স্পষ্ট করে বলেছি না।” তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে নির্বাচনের সময়সীমা প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ঘোষণা করেছেন—ডিসেম্বর থেকে জুনের মধ্যে। সেক্ষেত্রে পাঁচ বছর নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজনই পড়ে না।
চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও উন্নতির দিকে।” তবে চট্টগ্রামে নববর্ষ মঞ্চ ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি জানান, এমন ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া, মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে আটকের বিষয়ে প্রশ্ন উঠলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী জানান, “কোনো বেআইনি কিছু করা হয়নি। আইন মেনেই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, গত ১০ এপ্রিল সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানায় সফরকালে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, সাধারণ মানুষ তাকে জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটেছে এবং এই সরকারকে তারা আরও পাঁচ বছর দেখতে চায়। তবে সেই মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পর এবার তিনি স্পষ্ট করলেন, সেটি তার কোনো রাজনৈতিক ঘোষণার অংশ ছিল না।