বুধবার (১৬ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং নিশ্চিত করেছে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা এই আলোচনায় অংশ নেবেন। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিএনপির প্রস্তাবিত সময় অনুযায়ী সাক্ষাতের সময় নির্ধারিত হয়েছে।
বিএনপি সূত্র বলছে, আলোচনায় জাতীয় নির্বাচনের নির্ভরযোগ্য রোডম্যাপ, নির্বাচন প্রক্রিয়া নিয়ে বর্তমান অনিশ্চয়তা দূর এবং সরকারের অবস্থান স্পষ্ট করার বিষয়গুলো প্রাধান্য পেতে পারে। একইসঙ্গে চলমান রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী পরিবেশ নিয়ে দলটি তাদের মতামত তুলে ধরবে। এটি বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সংলাপ।
এই আলোচনার পরের দিন, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ৩টায় বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও একটি বৈঠকে অংশ নেবে। সেখানে নির্বাচনপূর্ব সংস্কার ও রাজনৈতিক ঐক্যমত্য গড়ার বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।