• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বত্য তিন জেলায় চৈত্র সংক্রান্তিতে ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ১৭:৫০ অপরাহ্ণ
পার্বত্য তিন জেলায় চৈত্র সংক্রান্তিতে ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা আগামী ১৩ এপ্রিল বন্ধ থাকবে। সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৭ মার্চের প্রজ্ঞাপনের ভিত্তিতে পার্বত্য তিন জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তাই ঐ অঞ্চলের ব্যাংকগুলোও ওই দিন সেবা কার্যক্রম বন্ধ রাখবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’–এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে। এতে ১৩ এপ্রিল পার্বত্য তিন জেলার ব্যাংক শাখাগুলো বন্ধ রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।