দখিনের সময় ডেস্ক:
আলোচিত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন কারাগারে অসুস্থ ছিলেন। শনিবার দুপুরে অসুস্থতা বেড়ে গেলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। গত রাত(২৯ নভেম্বর) সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। কারা অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। উল্লেখ্য, তানভীর মাহমুদ হলমার্ক কেলেঙ্কারির মামলায় কারাভোগ করছিলেন। রাজধানীর রমনা থানার একটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন।