• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ণ
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৯ নভেম্বর) পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, আপনার (খালেদা জিয়া) সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি।
চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি আপনার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানাই। ‘বাংলাদেশের উন্নয়নে আপনার অসাধারণ অবদান সর্বত্র স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দৃঢ় ভ্রাতৃসুলভ সম্পর্ক এগিয়ে নিতে আপনার ভূমিকা আমরা গভীরভাবে মূল্যায়ন করি।’