• ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় জীবিত ইলিশ প্রদর্শনী

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ণ
কুয়াকাটায় জীবিত ইলিশ প্রদর্শনী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
সাগরকন্যা কুয়াকাটায় এবার জীবিত ইলিশ প্রদর্শন শুরু হয়েছে।  ডিসি পার্কের পূর্ব পাশে অবস্থিত ‘কাওসার ফিস ফ্রাই’ দোকানে প্রথমবারের মতো অ্যাকুরিয়ামে রাখা হয়েছে বঙ্গোপসাগরের জীবিত ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছ। এই ব্যতিক্রমী উদ্যোগ পর্যটকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটকরা জানান, জীবিত ইলিশ চোখের সামনে ঘুরতে দেখে মনে হলো যেন সমুদ্রের নিচের জগৎ সামনে এসে দাঁড়িয়েছে। এটি কুয়াকাটায় আমার জন্য এক নতুন অভিজ্ঞতা।
প্রকৃতি ও সমুদ্রের অপরূপ দৃশ্যের মাঝে এখন নতুন আকর্ষণ যোগ হয়েছে কুয়াকাটা ফিস ফ্রাই মার্কেটে। দীর্ঘদিন আরেক পর্যটক বলেন, সাধারণত বাজারে বা হিমায়িত মাছ দেখি, কিন্তু জীবিত ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ এখানে দেখে শিশুদেরও দেখানোর মতো একটি আকর্ষণীয় বিষয় হয়েছে।
দোকানের মালিক কাওসার হোসেন জানান, পর্যটকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। জেলেরা থেকে সরাসরি তাজা মাছ এনে অ্যাকুরিয়ামে সংরক্ষণ করে দর্শকদের সামনে প্রদর্শন করছি। এতে বিক্রিও বৃদ্ধি পেয়েছে, আর পর্যটকরাও খুশি। ভবিষ্যতে আরও প্রজাতির মাছ রাখার পরিকল্পনা রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই নতুন উদ্যোগে ফিস ফ্রাই মার্কেটে নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে। পর্যটকদের জন্য কুয়াকাটার এই বিশেষ আকর্ষণ এখন একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হয়ে উঠেছে।