দখিনের সময় ডেস্ক:
ঝগড়ার জেরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে অনিক আশ্চর্য (৩৫) নামে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয়তলা ভাড়া ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত অনিক আশ্চর্য টেকেরহাট এলাকার সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের (ডিএমএফ) চিকিৎসক ছিলেন। তিনি রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের পল্লী চিকিৎসক অঞ্জন আশ্চর্যের ছেলে। প্রায় আট বছর ধরে তিনি উক্ত হাসপাতালে কর্মরত ছিলেন এবং রোগীদের ২৪ ঘণ্টা সেবা দিতে কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতেও স্বাভাবিকভাবেই ডিউটি শেষে বাসায় ফেরেন অনিক। এরপর প্রেমিকার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তাকে মেসেঞ্জারে ভিডিও কলে রেখেই ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পাশের কক্ষে থাকা নৃপন নামে এক ব্যক্তি বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে রাজৈর থানা পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।