• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কৃষিজমি ক্ষতির শঙ্কায় ভেকুতে অগ্নিসংযোগ

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ণ
কৃষিজমি ক্ষতির শঙ্কায় ভেকুতে অগ্নিসংযোগ

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality

সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকার ধামরাইয়ে মাটি খননের কাজে ব্যবহৃত একটি ভেকু ও মোটরসাইকেলে রাতের আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের দীঘল গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকায় একটি পুকুর খননে অনুমোদন পাওয়ার পর সেখানে মাটি খননের ভেকু নিয়ে যাওয়া হয়। তবে এতে ফসলি কৃষি জমি নষ্ট হবে এমন অভিযোগে তাদের বাধা দেয় এলাকাবাসী। বিকেলের দিকে এ নিয়ে সংঘাতের ঘটনাও ঘটে। রাতে ফের সেখানে মাটি খনন চেষ্টা করলে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সেখানে গিয়ে খননকাজের জন্য আনা ভেকু ও পাশে রাখা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে যায়। ধামরাই ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করলে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে কাজে বাঁধা দেন। পরে অল্প কিছু কাজ করে ফায়ার সার্ভিসের সদস্যরা ফিরে যেতে বাধ্য হয়। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, আমি ঘটনাস্থলে এসে দেখি কয়েক শতাধিক মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) পরিদর্শন করেছেন।