• ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, বাড়িতে আগুণ-লুটপাট

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, বাড়িতে আগুণ-লুটপাট
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
নয়ন আলী (২৮) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া, হামলার পর নয়নের বাড়িতে লুটপাট, ভাঙচুর ও আগুণ ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্র ও ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। সোমবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি কর্মী নয়ন আলীর মৃত্যু হয়। এ ঘটনা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।
নিহত নয়ন আলী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাবুপুর মোড় নামক স্থানে নয়নকে চাপাতি দিয়ে দুই পা ও দুই হাত কেটে গুরুতর আহত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
এদিকে, হামলার পর নয়নের বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্র ও ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।