• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতে ৩০০ ফিটে ধনীর দুলালদের তান্ডব চলছেই

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ণ
মধ্যরাতে ৩০০ ফিটে ধনীর দুলালদের তান্ডব চলছেই
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট হিসেবে পরিচিত রাস্তাটি অন্যবদ্য এক স্থাপনা। কিন্তু এটি পরিণত হয়েছে ধনির দুলালদের বেপরোয়া গাড়ী চালাবার সড়কে। এবং এরা মদ্যপ থাকে। ফলে প্রাংই ঘটে দুর্ঘটনা। যেমন মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পূর্বাচল সড়কের বসুন্ধরা আবাসিক সংলগ্ন এলাকায় একটি ডিমবাহী পিকআপকে ধাক্কা দিয়েছে বেপরোয়া একটি প্রাইভেটকার।
ধনীর বখেযাওযা দুলালদের এই কান্ডে সড়ক বিভাজকের পাশেই উল্টে যায় পিকআপ ভ্যানটি। সড়কে পড়ে নষ্ট হয়ে যায় কয়েক হাজার ডিম। পুলিশ জানায়, গাজীপুর থেকে ঢাকাগামী ডিমবাহী পিকআপকে ওভারটেক করার চেষ্টা করছিল দ্রুতগতির প্রাইভেটকারটি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পিকআপকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে সড়ক বিভাজকের পাশে উল্টে যায় পিকআপটি। এ ছাড়া, প্রাইভেটকারটি উঠে যায় সড়ক বিভাজকের ওপর। এতে গাড়িটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানাগেছে। তবে এটি জানাযায়নি, ধনীর দুলালদের এই তান্ডব আর কতকাল চলবে! !