• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির ওপর হামলার মূল অভিযুক্ত দেশেই রয়েছে: ডিএমপি

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫, ১৭:২৪ অপরাহ্ণ
ওসমান হাদির ওপর হামলার মূল অভিযুক্ত দেশেই রয়েছে: ডিএমপি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার মূল আসামি দেশেই অবস্থান করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম।
তিনি জানান, হামলার ঘটনায় সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে এবং ইমিগ্রেশন ডাটাবেজ পর্যালোচনায় দেখা গেছে—তারা দেশত্যাগ করেনি। এ ঘটনায় সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে দুইজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তবে এখনো মামলা হয়নি, কারণ আহতের পরিবার চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছে। পরিবার আজ মামলা না করলে পুলিশ নিজ উদ্যোগে মামলা করবে বলেও জানান তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক এবং অপর দুইজন অবৈধভাবে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু একজন নয়—অনেক জুলাই যোদ্ধাই রয়েছেন। সবার জন্য একযোগে নিরাপত্তা দেওয়া সম্ভব না হলেও যাদের ক্ষেত্রে উচ্চমাত্রার ঝুঁকি রয়েছে, তাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।