• ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির জন্য আগামী কয়েক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫, ১৮:২৯ অপরাহ্ণ
ওসমান হাদির জন্য আগামী কয়েক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90

সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। জানা গেছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাকে। বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা গেছে, হাদির জন্য ৪৮ থেকে ৭২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। এসময়ে দেয়া চিকিৎসা তার শরীর কীভাবে গ্রহণ করবে, তা পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা।
যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সকালে সেই বোর্ডের মাধ্যমে তাকে নিরীক্ষণ করা হয়। সেখানে তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানানো হয়। বিষয়টি হাদির ভাইকেও জানান চিকিৎসকরা। হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনিও অনেকটা একইরকম তথ্য জানান। হাদির জন্য সবাইকে দোয়া করার কথা বলেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় চলন্ত অবস্থায় তাকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। দ্রুত তাকে নেয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে এক দফা অস্ত্রোপচার করে রাতেই অধিকতর উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় এভারকেয়ারে।