• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে পুলিশ কর্মকর্তার বাসায় শিশু গৃহকর্মীকে নির্যাতন, পালিয়ে যাওয়ায় প্রকাশ্যে  মারধর

দখিনের সময়
প্রকাশিত জুলাই ৮, ২০২১, ২০:৩২ অপরাহ্ণ
বরিশালে পুলিশ কর্মকর্তার বাসায় শিশু গৃহকর্মীকে নির্যাতন, পালিয়ে যাওয়ায় প্রকাশ্যে  মারধর
সংবাদটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:

বরিশাল নগরীতে রাস্তায় প্রকাশ্যে শিশু গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ডিবির পরিদর্শক মিজানুর রহমানের স্ত্রী’র বিরুদ্ধে। নগরীর চৌমাথা বাজার এলাকায় এ ঘটনার সময় উপস্থিত লোকজন বাঁধা দিতে গেলে পরিদর্শকের ছেলেও স্থানীয়দের সাথে উচ্ছৃঙ্খল আচরণ করে। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) এ ঘটনা ঘটে।

গৃহকর্মীকে উদ্ধার করে কোতোয়ালী মডেল থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীর নাম মনি (১১)। সে বাবুগঞ্জ উপজেলার পিতা মন্টু হাওলাদারের মেয়ে। শিশু গৃহকর্মী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে রুপাতলী এলাকায় ডিবির পরিদর্শক মিজানুর রহমানের বাসায় কাজ করতেন। এসময় তাকে  বকাঝকা করা হতো। পরবর্তীতে আজ বৃহস্পতিবার সে বাসা থেকে পালিয়ে যায়। এরপর তাকে নগরীর চৌমাথা এলাকায় পেয়ে মিজানুর রহমানের স্ত্রী রাস্তায় প্রকাশ্যে মারধর করেন। এসময় তার ছেলেও চর থাপ্পর দেয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, মেয়েটি চৌমাথা বাজারের সামনের রাস্তা পার হওয়ার সময় এক মহিলা ও একজন ছেলে শিশুটিকে মারধর শুরু করে। এসময় মানুষের ভীড় বাড়তে থাকলে পার্শ্ববর্তী ট্রাফিক পুলিশের সদস্যরা এসে শিশুটিকে উদ্ধার করে এবং থানা পুলিশে সোপর্দ করে।

অভিযুক্ত মহিলার স্বামী জেলা ডিবির পরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন, তিনদিন আগে শিশুটির মা-বাবা তাদের বাসায় রেখে যান। তার স্ত্রী অসুস্থ। বৃহস্পতিবার সকালে সে রিপোর্ট দেখানোর জন্য বাইরে বের হয়েছে। আমি বাসায় একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই সুযোগে শিশুটি ঘরের বাইরে বের হয়ে যায়। ১২ বছরের শিশু আপনার বাসায় কি কারণে রেখেছেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশুটি অসহায় হওয়ায় তার মা আমার বাসায় দিয়ে গিয়েছিলেন। আমার সস্তানদের সঙ্গী হিসেবে থাকতো শিশুটি। তাকে গৃহকর্মী হিসেবে রাখা হয়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান সাংবাদিকদের জানান, শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। ভিকটিমের জবানবন্দি ও বাবা মায়ের অভিযোগ সব কিছু শুনে ঘটনার তদন্ত করে যা সামনে আসবে সেভাবেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। আইন সবার জন্য সমান। এই ক্ষেত্রে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।