• ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণাঞ্চলে মোবাইল আসক্তিতে ২৫ শতাংশ শিশুর দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৪, ১৮:৫৬ অপরাহ্ণ
দক্ষিণাঞ্চলে মোবাইল আসক্তিতে ২৫ শতাংশ শিশুর দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রিফাতের চোখের সমস্যা নিয়ে এসেছেন তার বাবা জয়নাল ফকির। মাত্র পাঁচ বছরের এই শিশুর দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বাবা-মায়ের দাবি, মোবাইল ছাড়া খাওয়ানো কিংবা ঘুম পাড়ানো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম জানান, রিফাতের মতো দক্ষিণাঞ্চলের প্রায় ২৫ শতাংশ শিশু মোবাইল আসক্তির কারণে দৃষ্টিশক্তি হ্রাস পাচ্ছে।
অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে চোখের কর্ণিয়া ও রেটিনায় ক্ষতির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুল। মোবাইলের ছোট পর্দায় দীর্ঘক্ষণ খুব কাছ থেকে তাকিয়ে থাকা শিশুদের চোখের স্থায়ী ক্ষতি করছে। অনেক অভিভাবক শিশুদের শান্ত রাখতে কিংবা খাবার খাওয়ানোর সময় মোবাইল ভিডিও দেখান, যা সাময়িকভাবে কার্যকর হলেও দীর্ঘমেয়াদে তাদের দৃষ্টিশক্তির জন্য ক্ষতিকর। তিনি অভিভাবকদের মোবাইল থেকে শিশুদের দূরে রাখার এবং বিকল্প উপায়ে তাদের বিনোদনের পরামর্শ দেন।
একই ধরনের সমস্যার প্রবণতা শুধু বাংলাদেশ নয়, গোটা এশিয়াজুড়ে বাড়ছে। যুক্তরাজ্যের গবেষণা সাময়িকী ‘ব্রিটিশ জার্নাল অব অফথালমোলজি’ জানিয়েছে, ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে স্বল্পদৃষ্টিসম্পন্ন শিশুর সংখ্যা তিনগুণ বেড়েছে। বিশেষত, এশিয়ার শিশুদের দৃষ্টিশক্তি হ্রাসের হার উল্লেখযোগ্য। বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের তথ্যানুযায়ী, চোখের সমস্যায় আক্রান্ত শিশু-কিশোরদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ অবস্থায় শিশুদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।