পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল ফোন চুরির জেরে শুভ শীল (২০) নামে এক ছাত্রলীগ নেতার ডান হাতের কব্জি কেটে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। শুভ শীলকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে সড়কে পড়ে থাকা ওই যুবকের ডান হাতের বিচ্ছিন্ন কব্জি উদ্ধার করেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে আটটার দিকে শহরের হাসপাতাল সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় শুভ শীল এ নৃশংস হামলার শিকার হন। সে যুবক মঠবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সে শহরের দক্ষিণ মিঠাখালী মহল্লার শ্যামল চন্দ্র শীলের ছেলে। এলাকা ও কলেজে সে বেপরোয়া আচরন করতো।
এ ঘটনার জেরে ছাত্রলীগের নেতা-কর্মীরাদের একাংশ শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় মিছিলকারীরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করে হামলার চেষ্টা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, একটি মোবাইল ও পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে প্রতিপক্ষ কয়েকজন যুবক মিলে শহরের হাসপাতাল রোডের ব্রিজ সংলগ্ন এলাকায় শুভকে আটকিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ঠেকিয়ে ধারালো অস্ত্র দিয়ে ডান হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। ঘটনার সময় ব্রিজ সংলগ্ন সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকাবাসী শুভ শীলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে হিন্দু যুব ঐক্য পরিষদ পৌরসভা শাখার উদ্যোগে এ সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহীদ মিনার সম্মুখ সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যাম শংকর রায়ের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়।