Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি বরিশালে চলে বেপরোয়া মাদক ব্যবসা, নারী মাদক কারবারীকে নিয়ে তুলকালাম

বরিশালে চলে বেপরোয়া মাদক ব্যবসা, নারী মাদক কারবারীকে নিয়ে তুলকালাম

মশিউর রহমান তাসনিম:
বরিশালে চলছে বেপরোয়া মাদক ব্যবসা। প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে মহানগরী- সর্বত্রই বেপরোয়া মাদক কারবারীরা। এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন নামের একাধিক সিন্ডিকেট। মাদক কারবারীদের  আত্মসমর্পণকে কেন্দ্র করেও বরিশালে চলে বানিজ্য। এমনই এক ঘটনায় তোলপাড় হচ্ছে বরিশাল। এ ঘটনায় জড়িয়ে গেছেন কয়েকজন সাংবাদিক। পাশাপাশি রহস্যজনক ক্ষমতার দাপট দেখাচ্ছে তানিয়া বেগম নাকে এক মাদক কারবারী।
দীর্ঘদিন ধরে নগরীর চরমোনাই ট্রলারঘাট এলাকায় মাদক ব্যবসা করে আসছে ছাব্বিশ বছর বয়সী তানিয়া বেগম। সম্প্রতি পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় তানিয়া বেগম মাদক ব্যবসা ছেড়ে দিয়ে কয়েকদিন ধরে আত্মসর্ম্পণের চেষ্টা চালিয়ে আসছিলো। কিন্তু এ জন্য সে মাধ্যম খুজে পাচ্ছিলো না। এদিকে বিষয়টি জানতে পেরে কাউনিয়া থানার পলাশপুর এলাকার দুই যুবক রানা ও সুমন আত্মসর্মপণের জন্য তানিয়া বেগমের কাছে টাকা দাবী করে। এই দুই যুবক জানায়, ‘মাদক ব্যবসায়ীদের আত্মসর্ম্পণ করতে হলে পুলিশকে টাকা দিতে হয়্।’
মাদক ব্যবসায়ী তানিয়া সাংবাদিক পরিচয় দানকারী রানা ও সুমনকে সাড়ে সতেরো হাজার দেয়। কিন্তু আত্মসর্ম্পনের কোন ব্যবস্থা না করায় সন্দেহ হয়। এক পর্যায়ে ওই নারী মাদককারবারী বুঝতে পারেন, সে প্রতারণার ফাঁদে পড়েছে। শেষে আত্মসর্ম্পণ বাবদ প্রদত্ত টাকা ফেরত চাইলে রানা এবং সুমন বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখায়। এ অবস্থায় ৩০ আগস্ট কোতয়ালী মডেল থানায় রানা এবং সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করে মাদক কারবারী তানিয়া বেগম। মামলা নং ৬৮। জি.আর ৫৩০/২০২০।
সূত্র জানায়, মামলার খবর শুনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) সন্ধ্যায় হাসিবুল ইসলাম তার বন্ধু খন্দকার রাকিবসহ কয়েকজনকে নিয়ে স্ব-রোড মোহনা কমিউনিট সেন্টারের বিপরীতে তানিয়া বেগমের ভাড়া বাসায় যায়। তারা মামলা তুলে নেবার জন্য তানিয়া বেগমকে চাপ দিতে থাকে। এক পর্যায়ে হাসিব ও তার সহযোগীদেরকে কক্ষে অবরুদ্ধ করে রাখেন তানিয়া বেগমের স্বজনরা।  এ ঘটনার খবর পেয়ে ফটোগ্রাফার আল আমিন সাগর কয়েকজন সহকর্মীসহ ঘটনাস্থলে পৌছলে সাগরের উপর হামলা করে। আল আমিন সাগর জানান, “ঘটনাস্থলে ওই এলাকার উৎসাহি অনেক লোক ছিল। তাদের ঠেলে ভিতরে গিয়ে দাড়িয়ে ছবি তোলার জন্য ক্যামেরা বের করি। এসময়ে হাসিবুল এবং খন্দকার রাকিব আমার ওপর হামলা চালায়। আমি আত্মরক্ষার্থে সেখান থেকে চলে গিয়ে মূল সড়কে উত্তর দিকে একটি চায়ের দোকানে আশ্রয় নেই। কিন্তু রাকিব বাহিনী আমার পিছনে পিছনে এসে সেখানে আমার ওপর আবার হামলা চালিয়ে আমার ক্যামেরা ও মোবাইল ভাংচুর করে নিয়ে যান।”
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন কাউনয়িা থানার ওসি আজিমুল করিম। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও হাসিবুল ইসলাম নারীর ঘরে অবরুদ্ধ ছিলেন। পরে তিনি চলে যাবার সুযোগ পান। এদিকে মামলা তুলে নেবার জন্য চাপ প্রদানের অভিযোগে মাদক কারবারি তানিয়া বেগম ১ সেপ্টেম্বর বিএমপি’র কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। জিডি নং- ৪১, ১/৯/২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে

দখিনের সময় ডেস্ক: নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত...

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

Recent Comments