Home অন্যান্য নির্বাচিত খবর ঝলসে যাওয়া মানুষের আর্তনাদ, স্বজনদের আহাজারি: ভারি বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ

ঝলসে যাওয়া মানুষের আর্তনাদ, স্বজনদের আহাজারি: ভারি বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ

দাখিনের সময় ডেক্স:
ঝলসে যাওয়া মানুষের আর্তনাদ আর তাদের অপেক্ষায় থাকা স্বজনদের আহাজারিতে ভারি ঢাকা মেডিক্যাল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। ফিকে হয়ে আসছে আপনজনকে জীবিত ঘরে নেয়ার আশাও। আর মরদেহ পেতে স্বজনদের গুনতে হচ্ছে অপেক্ষার প্রহর।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নারায়নগঞ্জের মসজিদে বিস্ফোরণে আহতদের আনা হয় ঢাকা মেডিক্যালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে। আপনজনের খোঁজে তাই রাত থেকেই অপেক্ষায় স্বজনরা। প্রিয়জন হারানোর বেদনা বুকে নিয়ে অনেকেই অপেক্ষায় আছেন মৃতদেহের। নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১ শিশু ও মুয়াজ্জিনসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দগ্ধ আরও ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
হাসপাতালের ভিতরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বামী কাঞ্চন হাওলাদার। বাইরে তারই সুস্থতা কামনায় আহাজারি স্ত্রী শেফালি বেগমের। খুলনা থেকে স্বামীর খবরে ঢাকা মেডিক্যালে এলেও জানেন না কেমন আছেন তার প্রিয়জন। তিনি বলেন, ‘আমাকে ভিতরে যেতে দিচ্ছেনা, আমি একটু দেখবো।’
স্বজনদের এই বেদনায় সান্তনা হয় না। সন্তান হারা রহিমা বেগমের অশ্রু শুকিয়ে গেছে। বাবার সঙ্গে নামাজ আদায় করতে গিয়ে ঝলসে গিয়েছিল রহিমার একমাত্র সন্তান ৭ বছরের জুবায়ের। ছোট্ট শরীর এই ধকল সইতে না পারায় শনিবার সকালেই কোল খালি হয়েছে তার। এখন অপেক্ষা স্বামীর খবরের। রহিমা বেগম বলেন, ‘ও তো মারা গেছে। ওর বাবার অবস্থা অনেক খারাপ। আমার একটাই মাত্র ছেলে। আল্লাহ’র কাছে তো বহু প্রার্থনা করলাম, কোন লাভ হলো না। সবই তো হারিয়ে ফেললাম।’
স্বজনের খোঁজে থাকা একজন বলেন, ‘৩৭ জনের নাম আছে, উপরে নাকি ৪৫ জনের নাম পেয়েছে। কিন্তু আমার রোগীকে আমি পাচ্ছিনা।’ আরেকজন বলেন, ‘এতটুকু শুধু জানি বেঁচে আছে। দেখতে দিচ্ছেনা। বাকিটা আল্লাহ জানে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments