ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে থাইল্যান্ডে অনুষ্ঠিত বৈঠককে দুদেশের জন্য “আশার নতুন জানালা” হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, এ বৈঠক দীর্ঘদিন ধরে জমে থাকা কূটনৈতিক অস্বস্তির বরফ গলাতে সহায়ক হবে। ফখরুল মনে করেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনরায় সহমর্মিতা ও সমঝোতার পথে ফিরে আসতে পারে এই উচ্চপর্যায়ের আন্তরিক সংলাপের মাধ্যমে।
বিএনপি মহাসচিব আরও বলেন, মোদি ও ইউনূস উভয়ের মধ্যে আন্তরিকতার যে বহিঃপ্রকাশ ঘটেছে, তা ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত দেয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই দেশের সাধারণ জনগণের মধ্যে বন্ধুত্ব ও আস্থার সম্পর্ক আরও মজবুত করার সুযোগ তৈরি হয়েছে এই ঐতিহাসিক বৈঠকের মাধ্যমে। বৈঠকটি শুধু প্রতীকী নয়, বাস্তব সমস্যা সমাধানের পথও দেখাবে বলে তিনি আশাবাদী।