• ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শুল্কঝড় মোকাবেলায় জরুরি বৈঠক

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৫, ১৮:১৬ অপরাহ্ণ
শুল্কঝড় মোকাবেলায় জরুরি বৈঠক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির প্রেক্ষিতে জরুরি বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে। বৈঠকে উপস্থিত থাকবেন সরকারের শীর্ষ কর্মকর্তা, উপদেষ্টা এবং অর্থনীতি ও বাণিজ্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বৈঠকের মূল আলোচ্য বিষয়—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক হঠাৎ করে প্রায় আড়াই গুণ বেড়ে যাওয়ার চ্যালেঞ্জ।
এর আগে, ট্রাম্প প্রশাসনের ঘোষণায় জানানো হয় যে, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কহার ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। এ সিদ্ধান্ত বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতার সক্ষমতাকে বড় ধরনের হুমকিতে ফেলবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টার এই জরুরি বৈঠকের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার জন্য দ্রুত ও কার্যকর কৌশল নির্ধারণের চেষ্টা করা হবে বলে জানা গেছে।