দখিনের সময় ডেস্ক ॥
শীতে করোনা পরিস্থিতি খারাপ হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার আন্তরিক প্রচেষ্টায় করোনা মোকাবিলা সম্ভব হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। রবিবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে, গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালে দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি মানুষের জন্য অনুদান দিতে আসা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের ধন্যবাদ জানান সরকারপ্রধান। বলেন, জনকল্যানেই ব্যয় হবে এই অর্থ।
তিনি বলেন, করোনাকালে ব্যবসা বাণিজ্য সচল রাখতে প্রণোদনা দেয়াসহ নানা ব্যবস্থা নিয়েছে সরকার। সবাই আন্তরিকভাবে কাজ করছে বলেই করোনা মোকাবিলা সম্ভব হচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, আসছে শীতে করোনা পরিস্থিতি খারাপ হতে পারে। বেসরকারি ব্যাংক সম্প্রসারণের মাধ্যমে ব্যাংকিং লেনদেনে সরকার মানুষকে অভ্যস্ত করেছে বলেও জানান বঙ্গবন্ধুকণ্যা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৬৫ কোটি ৬০ লাখ টাকা ও এক লাখ সার্জিক্যাল মাস্ক অনুদান দেয় ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও খাদ্য মন্ত্রণালয়সহ ৮টি প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর পক্ষে চেক গ্রহণ করেন তার মুখ্য সচিব আহমদ কায়কাউস।