রাজশাহীর তানোরে তিন দিন আটকে রেখে ক্ষুদ্রনৃগোষ্ঠির কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাধুজন মেরী ভিয়ান্নী গির্জার ফাদার প্রদীপ গ্রেগরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। র্যাব জানায়, মামলা হওয়ার পর রাতে নগরীর নওদাপাড়া বিশপ হাউজে অভিযান চালিয়ে ফাদার প্রদীপকে গ্রেপ্তার করা হয়।
গত ২৬শে সেপ্টেম্বর সকালে গীর্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন ১৫ বছরের ওই কিশোরী।খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন থানায় জিডি করে কিশোরীর পরিবার। পরদিন গির্জার ফাদারের রুমে কিশোরীকে বন্দি রাখার খবর মেলে। এ নিয়ে সালিশে বসেন গ্রামের মোড়ল কার্মেল মার্ডি। দোষী প্রমাণ হওয়ায় ফাদারকে অপসারণ করে রাজশাহীতে পাঠানো হয়। ২৯শে সেপ্টেম্বর হুমকির মুখে জিডি তুলে নিলেও কিশোরীকে পরিবারে ফিরিয়ে দেয়নি গির্জা কর্তৃপক্ষ। উল্টো সমাজচ্যুত করার হুমকি দেয়া হয়। সন্ধ্যায় গির্জা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা করেছে কিশোরীর পরিবার।