• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১০, ২০২০, ০৮:৩৪ পূর্বাহ্ণ
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
সাতক্ষীরার আশাশুনিতে ৬ষ্ট শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(৯অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কোদন্ডা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রধান শিক্ষক মইনুর রহমান শুক্রবার সকালে ওই ছাত্রীর বাড়িতে যান। এ সময় সেই ছাত্রীর মা-বাবা ও স্বজনরা বাড়িতে না থাকায় মইনুর ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ওই শিক্ষক সেখান থেকে পালিয়ে যান। পরে মেয়েটির বাবা থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনার সত্যতা পেলে মইনুরকে  গ্রেপ্তার করেন।