• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ্যে জোড়া খুন করলেও মামলার আসামী হয়নি দেলোয়ার, পুলিশী বাঁধার অভিযোগ

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১১, ২০২০, ০৮:৪৬ পূর্বাহ্ণ
প্রকাশ্যে জোড়া খুন করলেও মামলার আসামী হয়নি দেলোয়ার, পুলিশী বাঁধার অভিযোগ
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

দলবল নিয়ে প্রকাশ্যে জোড়া খুনের অভিযোগ- তারপরেও মামলার আসামির তালিকায় নাম নেই বেগমগঞ্জের দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারের। নিহতের পরিবার ও মামলার বাদির অভিযোগ, ঘটনার পর আসামি করতে চাইলে তার নাম নেয়নি পুলিশ।

২০১৮ সালের ১০ মার্চ ভোরে একলাশপুরের ভিআইপি রোড এলাকায় খুন হন পূর্ব একলাশপুরের মো: আলী ও তার ভাতিজা মো: রবিন। অভিযোগ দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারের নেতৃত্বেই ঘটনাস্থলেই কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় এই দুজনকে। ঘটনায় মামলা করতে গেলে এজাহার থেকে দেলোয়ারের নাম বাদ দিয়ে মামলা নেয়া হয়।

নিহতদের স্বজন ও মামলার বাদি মো: শরবত আলী বলেন, দেলোয়ার, সুমন এবং সিএনজি সুমন রবিনের মাথায় গুলি করেছে। আমি মামলায় এদের নাম দিয়েছিলাম,কিন্তু মামলার সময় দেলোয়ার এবং রুবেল নামের দুইজনের নাম বাদ দেয়া হয়। তারা একটি মোটরসাইকেল এবং আমার এক লাখ ত্রিশ হাজার টাকার মত নিয়ে যায়।

এই ঘটনার পর মামলার বাদি এই শরবত আলীকেও হত্যার চেষ্টা করেছে দেলোয়ার বাহিনী। মামলার বাদি মো: শরবত আলী বলেন, আমি মামলা করার পর তারা আমাকেই হত্যার চেষ্টা করেছে। তারা আমার বাড়িতে এসে হামলা চালিয়েছে তখন আমি বাড়ির পাশের পুকুরে লাফ দিলে এলাকার মানুষ চলে আসে। তারা আমাকে অনেক কিছু দিতে চাইছিল মামলা তুলে নেয়ার জন্য। এছাড়াও দারোগা মোস্তফা এর সাথে মিলে আমাকে মাদক মামলায় ফাঁসাতে চাইছিল।