• ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আরব আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ: নিহত ১ আহত ৭

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২১, ১৮:৪০ অপরাহ্ণ
আরব আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ: নিহত ১ আহত ৭
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

রাজধানীর গুলশানে অবস্থিত আরব আমিরাতের ভিসা সেন্টারে এসি বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতরা ইউনাইটেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ(১৩ জানুয়ারী) দুপুর ১টা ৫০ মিনিটে গুলশান ২ নম্বরের ৯৩ নম্বর রোডের ৬ নম্বর বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী জানান, আরব আমিরাতের ভিসা সেন্টার ও ভবনের নিচতলায় অবস্থিত। ভিসা সেন্টারের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র মেরামতের কাজ করছিল এসি মেকানিকরা। এ সময় বিস্ফোরিত হলে প্রচণ্ড শব্দের সৃষ্টি হয়। ভবনের নিচতলার সামনের অংশ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই এসি মেকানিক আব্দুল আজিজ নিহত হন। আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।