পারমাণবিক কার্যক্রমে ইরানের সম্ভাব্য অগ্রগতি ঠেকাতে হুঁশিয়ারি ট্রাম্পের

দখিনের সময়
প্রকাশিত April 15, 2025, 17:13 PM
পারমাণবিক কার্যক্রমে ইরানের সম্ভাব্য অগ্রগতি ঠেকাতে হুঁশিয়ারি ট্রাম্পের
দখিনের সময় ডেস্ক:
পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা যখন এগিয়ে চলেছে, তখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করলেন তেহরানকে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে অগ্রসর হয়, তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে একচুলও পিছু হটবে না। শনিবার (১২ এপ্রিল) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্রের ‘প্রায় কাছাকাছি’ চলে এসেছে, যা মেনে নেওয়া হবে না।
তিনি ইরানকে চুক্তির অজুহাতে সময়ক্ষেপণ করার অভিযোগও তোলেন। ওমানে মার্কিন দূত স্টিভ উইটকফ ও এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বৈঠকের প্রেক্ষিতে ট্রাম্প বলেন, “তারা আমাদের ওপর নজর রাখছে, আমরাও রাখছি।” পাশাপাশি, প্রেসিডেন্ট বলেন, ইরানিদের এখনই সিদ্ধান্ত নিতে হবে—পারমাণবিক অস্ত্র না হলে সমঝোতা সম্ভব, কিন্তু অন্যথায় কঠিন প্রতিক্রিয়া তৈরি হবে। তিনি আরও বলেন, “তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। আমরা সেটা হতে দেব না।”
উল্লেখযোগ্যভাবে, ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তবে ট্রাম্প প্রশাসন বলছে, তারা কেবল চুক্তির ফাঁকে সময় নিচ্ছে উন্নয়ন সম্পন্ন করতে। এই উত্তেজনার মাঝেই পারমাণবিক চুক্তি নিয়ে আগামী সপ্তাহে রোমে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এখন দেখার বিষয়, আলোচনার পথেই কি সমাধান মিলবে, নাকি আরও বড় সংঘাত অপেক্ষা করছে।
[post-views]