• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে গুনাহ মাফ করেন আল্লাহ

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১৬, ২০২২, ১২:৫৯ অপরাহ্ণ
যে কারণে গুনাহ মাফ করেন আল্লাহ
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

অনেক রোগের কারণ ও প্রতিকার এখনো মানুষের অজানা। মুসলিম বান্দা রোগব্যাধিতে বা অন্য কারণে কষ্ট পেলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন বলে হাদিসে উল্লেখ রয়েছে। ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সা.)-এর কাছে গেলাম। তিনি জ্বরে ভুগছিলেন। আমি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ!

আপনি তো ভীষণ জ্বরে ভুগছেন। তিনি বলেন, হ্যাঁ, তোমাদের মতো দুজনের সমান জ্বরে ভুগছি। আমি বললাম, আপনার জন্য দিগুণ সাওয়াব সেজন্য কি? তিনি বললেন, হ্যাঁ, ঠিক তাই। যেকোনো কষ্টদায়ক বস্তু দ্বারা, তা কাঁটা কিংবা অন্য কোনো বেশি কষ্টদায়ক কিছু হোক না কেন, মুসলিম বান্দা কষ্ট পেলে আল্লাহ অবশ্যই সে কারণে তার গুনাহ মাফ করে দেন। আর তার ছোট গুনাহগুলো গাফের পাতার মতো ঝরে পড়ে যায়। (বুখারী ও মুসলিম)