অসুস্থ হয়ে কষ্ট সহ্য করতে না পেরে অনেকেই নিজের মৃত্যু কামনা করে থাকেন। কিন্তু এভাবে মৃত্যু কামনা করা জায়েজ (বৈধ) নয় বলে হাসিদে উল্লেখ করেছেন রাসূল (সা.)। এ সময়ে আল্লাহর কাছে কী চাইতে হবে, তিনি সেটাও বলে গেছেন।
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের কারও কোনো বিপদ বা কষ্ট হলে সে যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। যদি কেউ এমন করতেই চায়, তবে যে যেন বলে, ‘হে আল্লাহ! তুমি আমাকে জীবিত রাখ যতক্ষণ পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর এবং যখন আমার জন্য মৃত্যু কল্যাণকর, তখন আমাকে মৃত্যু দাও।’ (বুখারী ও মুসলিম)