Home অন্যান্য ইসলাম প্রথম জুমায় যা বললেন কাবার নতুন খতিব শায়খ ইয়াসির

প্রথম জুমায় যা বললেন কাবার নতুন খতিব শায়খ ইয়াসির

দখিনের সময় ডেস্ক:
মসজিদুল হারামে খুতবা প্রদান ও জুমা নামাজ পড়িয়েছেন কাবা শরিফের নবনিযুক্ত খতিব শায়খ ড. ইয়াসির বিন রাশেদ দাওসারি। খতিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটাই ছিল তার প্রথম জুমা। শুক্রবার (১৬ ‍ডিসেম্বর, ২২ জুমাদাল উলা) প্রথম জুমার খুতবায় শায়খ ইয়াসির আল-দাওসারি প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ প্রেরণ করেন।
আলোচনায় তিনি মুমিনদের তাকওয়া অবলম্বনের উপদেশ দিয়ে সুরা নিসা থেকে তেলাওয়াত করেন, ‘আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে, তোমরা আল্লাহকে ভয় কর। আর যদি কুফরী কর তাহলে আসমানসমূহে যা আছে এবং যা আছে যমীনে সব আল্লাহরই। আর আল্লাহ অভাবহীন, প্রশংসিত।’ (সুরা নিসা, আয়াত ১৩১)
তিনি আরও বলেন, বান্দার ওপর আল্লাহর অন্যতম অনুগ্রহ হলো, তিনি সত্য অনুসরণ ও চেনার জন্য কিছু নিদর্শন দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করে তিনি সহজেই আল্লাহর পরিচয় পেয়ে যান। শায়খ ড. ইয়াসির বিন রাশেদ দাওসারি তার প্রথম দিনের খুতবার আলোচনায় তাওহিদের গুরুত্ব নিয়েও আলোচনা করেন। এসময় তিনি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ‘একমাত্র মহান আল্লাহর ইবাদত করা এবং তাঁকে সৃষ্টিকর্তা ও একমাত্র প্রতিপালক হিসেবে বিশ্বাস করা একজন মুসলিমের প্রধান কর্তব্য। এটি ছিল যুগে যুগে সব নবী-রাসুলের দাওয়াতের প্রধান লক্ষ্য।’ এরপর তিনি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে এর ব্যাখ্যা তুলে ধরেন।
উল্লেখ্য, ৭ ডিসেম্বর (বুধবার) সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রাজকীয় আদেশে শায়খ ড. ইয়াসির বিন রাশেদ দাওসারিকে খতিব হিসেবে নিয়োগ দেন। শায়খ দাওসারি বর্তমান বিশ্বের অন্যতম কারিদের একজন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে খ্যাতিমান কারিদের কাছে ইলমে কিরাত শিখেছেন এবং সনদ লাভ করেছেন। সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারকের দায়িত্বও পালন করে থাকেন।
শায়খ ড. ইয়াসির আদ দাওসারি ১৯৮০ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন। তিনি ১৫ বছর বয়সের আগেই শায়খ বাকরি তাবারাবিশি ও শায়খ ইবরাহিম আল আখদারের কাছে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেন। ১ ছেলে ও ২ মেয়ের জনক শায়খ ইয়াসির কোরআন, ব্যবসা-বাণিজ্য ও লেনদেন বিষয়ক একাধিক বই রচনা করেছেন। শায়খ ড. ইয়াসির বিন রাশেদ দাওসারিসহ কাবা শরিফের মোট নয়জন খতিব রয়েছে। হারমাইন কর্তৃপক্ষের দেওয়া শিডিউল অনুযায়ী তারা মসজিদুল হারামে জুমার নামাজ ও খুতবা প্রদান করে থাকেন।
সূত্র : হারামাইন শরিফাই ওয়েব সাইট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিদেশে চিকিৎসা নিরুৎসাহিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বিদেশে চিকিৎসা নিরুৎসাহিত করতে হবে। সেজন্য তিনি দেশে চিকিৎসকদের আরো বেশি সেবার মনোভাবী হওয়ার অনুরোধ জানান।...

তীব্র গরমে ছয় বিভাগে স্বস্তির খবর

দখিনের সময় ডেস্ক: দেশজুড়ে গরমের হাঁসফাঁস পরিস্থিতির মধ্যেই ঢাকাসহ ৬ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে...

সারা দেশে ৩ দিনের হিট অ্যালার্ট

দখিনের সময় ডেস্ক: দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে এবং অব্যাহত থাকতে পারে, এমন আশঙ্কা থেকে ৩ দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট...

ডাল-ভাত নয়, মানুষ এখন মাছ-মাংস নিয়ে চিন্তা করে: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করতে পারলে জীবনেও খাদ্যের অভাব হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ...

Recent Comments