হাদিস আররি শব্দ। এর অর্থ কথা, বাণী, সংবাদ বা উপদেশ ইত্যাদি। ইসলামি পরিভাষায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) পুরো জীবনে যা বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন এবং সাহাবিদের যে সমস্ত কাজ ও কথার প্রতি সমর্থন ও সম্মতি দান করেছেন, তার সবগুলোই হাদিস। একইভাবে সাহাবা ও তাবেঈদের কথা, কাজ ও সমর্থন হাদিস হিসেবে পরিগণিত।
ইসলামে ধৈর্যের গুরুত্বের কথা অনেকবার বলা হয়েছে। ধৈর্যের বিষয়ে কোরআনের পাশাপাশি হাদিসেও বর্ণনা এসেছে। আবু মালিক আল আশআরী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। আর আলহামদু লিল্লাহ (আমলের) পাল্লা পূর্ণ করে দেয় এবং সুবহানাল্লাহ ও আলহামদু লিল্লাহ আসমানসমূহ ও জমিনের মাঝখানের সবকিছুকে (সওয়াবে) পরিপূর্ণ করে দেয়।
নামাজ হচ্ছে আলো, সদাকা (ঈমানের) প্রমাণ, ধৈর্য হচ্ছে জ্যোতি এবং কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে একটি দলিল। আর প্রত্যেক ব্যক্তি সকালে উঠে নিজেকে বিক্রি করে এবং তাতে সে নিজেকে মুক্ত অথবা ধ্বংস করে। (মুসলিম)