দখিনের সময় ডেস্ক:
ছারছীনা দরবার শরীফের ১৩৪তম তিনদিনব্যাপী মাহফিলের আখেরি মুনাজাতে লাখো ধর্মপ্রাণ মুসুল্লি অংশ নেন। বাদ জোহর আখেরি মুনাজাত পরিচালনা করেন দরবারের গদ্দীনশীন পীর ছাহেব আলহাজ¦ মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.)। মুনাজাতের আমিন আমিন ধ্বনিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে এবং মাহফিলস্থল এক অনন্য দৃশ্যের সৃষ্টি করে।
মুনাজাতপূর্ব আলোচনা সভায় পীর ছাহেব বলেন, আমরা আল্লাহর গোলাম, আমাদের জীবনের প্রতিটি কাজ কুরআন-সুন্নাহ অনুযায়ী হওয়া আবশ্যক। তিনি আরও বলেন, সুন্নাতকে যারা বিকৃত করছে, তাদের থেকে সাবধান থাকতে হবে। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ছারছীনা দরবার আদর্শের বিষয়ে কখনো আপোষ করেনি এবং ভবিষ্যতেও করবে না।
পীর ছাহেব দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে, তবে মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, এটি ইস্যুভিত্তিক হতে হবে, কারণ অকারণ ঐক্য কখনো গ্রহণযোগ্য নয়। দরবারের নাম ভাঙিয়ে যারা মুনাফেকি করছে, তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।আরও বলেন, ইমান ও আমল রক্ষায় দ্বিনী শিক্ষা অপরিহার্য। তাই দেশের বিভিন্ন স্থানে দ্বিনী মাদ্রাসা প্রতিষ্ঠা এবং সন্তানদের এসব প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন। পীর ছাহেবের এসব বার্তা দেশ-বিদেশের আগত মুসল্লিদের কাছে গভীরভাবে প্রভাব ফেলেছে।