
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ থেকে নেওয়া ২০ কোটি ডলার ঋণের প্রথম কিস্তি পরিশোধ করেছে অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা। গত ১৭ আগস্ট প্রথম কিস্তির ৫ কোটি ডলার রিজার্ভে যোগ হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক। মেজবাউল হক জানান, এই অর্থ যোগ হওয়ায় রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। আগামী ৩০ আগস্ট আরও একটি কিস্তি পরিশোধের কথা আছে শ্রীলঙ্কার। বাংলাদেশ ব্যাংক আশা করছে, ধারের পুরো অর্থ এ বছরই শোধ করবে শ্রীলঙ্কা।
২০২১ সালের সেপ্টেম্বরে কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় শ্রীলঙ্কাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। এক বছর মেয়াদি এ ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাস করে দু’দফা বাড়ান হয় ঋণের মেয়াদ। সবশেষ ৬ মাস বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত ঋণ পরিশোধে সময় দেয়া হয় দেশটিকে। ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ করে দেড় শতাংশ সুদ পাওয়ার কথা বাংলাদেশের। শ্রীলঙ্কা নিয়মিত সে সুদ নিয়মিত পরিশোধ করছে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
Post Views: ১৫৩