• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি তিষা,সাধারণ সম্পাদক তাসিন

দখিনের সময়
প্রকাশিত জুন ২, ২০২৪, ১৪:১৮ অপরাহ্ণ
যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি তিষা,সাধারণ সম্পাদক তাসিন
সংবাদটি শেয়ার করুন...
সাকিব রায়হান বাপ্পি:
যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী নওরিন নুর তিষা ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী মো. তাসিন হাসান।সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও সাবেক সাধারণ সম্পাদক আসিব হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামি এক বছরের (২০২৪-২৫)জন্য এ কমিটি সুপারিশ করা হয়। যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টাগণ জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস,সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক অসীম কুমার নন্দী,ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রাবেয়া সুলতানা লতা ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক টুম্পা সাহা’র স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা ড. সুব্রত কুমার দাস নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সকলে ঐক্যবদ্ধতা থেকে এসোসিয়েশনকে অনেকদুর এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।বরিশাল বিশ্ববিদ্যালয়ের বুকে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও তারা বিশেষ আবদান রাখবে বলে মনে করি।
কমিটির সহ সভাপতি পদে রয়েছেন সাকিব (বোটানি), বাসুদেব কর্মকার (ইংরেজি), জোবায়ের (অর্থনীতি), মুত্তাকি( মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান),তন্ময় দেবনাথ (মার্কেটিং), নাজমুল ( আইন),রবিউল ( জার্নালিজাম),মিরান চৌধুরী (জার্নালিজম),  অর্নব (ভূতত্ত্ব ও খনিবিদ্যা),আরিফ বিল্লাহ(মিম) ও তুজ্জামুল হক শিমুল (বোটানি)।
যুগ্ন সাধারণ সম্পাদক পদে মাহবুর রহমান (অর্থনীতি),আশিকুর রহমান (পরিবেশ ও মৃত্তিকা বিজ্ঞান),খায়রুজ্জামান সুজন (ইতিহাস),ইয়াসমিন আরা (দূর্যোগ ব্যবস্থাপনা),এস এম সাজিদ (গণযোগাযোগ ও সাংবাদিকতা),সিপন সরকার (রসায়ন),অয়ন সাহা (বাংলা),মাসুদ রানা (সমাজ বিজ্ঞান),সাজ্জাদ হোসেন (রসায়ন),হাবিবুর রহমান বাপ্পি (রাস্ট্র বিজ্ঞান),বোরহান (রাস্ট্র বিজ্ঞান),প্রণয় কুন্ডু ( অর্থনীতি),আল-আমিন (পদার্থ),মো.সাইফুল ইসলাম (গণিত),মো.মেহেদী হাসান (একাউন্টিং),সাকিব বিন মিন্টু (আইন),অহনা জাবিন ইরা (আইন),মো. রাতুল ইসলাম (ম্যানেজমেন্ট),আব্দুর রহমান (একাউন্টিং),দিপু (পরিসংখ্যান),সজীব মন্ডল (পদার্থ),মেহরাব হোসেন (গণযোগাযোগ ও সাংবাদিকতা)।
সাংগঠনিক সম্পাদক পদে আছে মো: নাজমুল হোসেন(সয়েল),গৌরাঙগ পাল নিলয়(সমাজবিজ্ঞান), মোফাজ্জেল হোসেন(আইন),সাহেদ শাহারিয়া রিয়ন(মার্কেটিং)। সহ-সাংগঠনিক সম্পাদক পদে আছে মো:শাকিল হোসেন(একাউন্টিং),মাহাবিদ(বোটানি),তপু নন্দী(গনিত),কুয়াশা (সমাজবিজ্ঞান), নির্জন চৌধুরী(ফিন্যান্স),রাসেল হোসেন(ইংরেজি),মো:তামিম রহমান আশিক(দুর্যোগ ব্যবস্থাপনা), মৃত্যুঞ্জয় রায়(বাংলা),শামীমা খাতুন(দর্শন), কাজী মেহেরুন্নেসা তুরা(দর্শন) ও মৃত্যুঞ্জয় রায়(বাংলা)।
কোষাধ্যক্ষ পদে মো:তরিকুল ইসলাম(রাষ্ট্রবিজ্ঞান), দপ্তর সম্পাদক পদে আসিবুল হাসান নয়ন (দর্শন),প্রচার সম্পাদক পদে সৌরভ মন্ডল, উপ-প্রচার সম্পাদক পদে মো:মাহিন খান শুভ(ইংরেজি), আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে তাসরিফ জামান নব্য ( মার্কেটিং),সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে
হাবিবুল ইসলাম নয়ন(বোটানি) পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আশরাফুল হক পলক (হিসাববিজ্ঞান), সহ পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ইমন হোসেন(ইংরেজি),তথ্য সম্পাদক পদে আবুজর গিফারী (মার্কেটিং), সহ তথ্য সম্পাদক পদে অদ্বিতী সরকার (রাষ্ট্রবিজ্ঞান), আইন বিষয়ক সম্পাদক পদে কৃষ্ণ বিশ্বাস (বোটানি), ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো: গোলাম মুজতবা (হিসাববিজ্ঞান), উপ ক্রিয়া বিয়ষক সম্পাদক পদে মো: শাহরিয়ার ইসলাম ( সমাজবিজ্ঞান) , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে সুমাইয়া (সমাজবিজ্ঞান), সহ সাংস্কৃতিক সম্পাদক পদে শুভ ঘোষ ( সমাজবিজ্ঞান),শিক্ষা বিষয়ক সম্পাদক পদে সাকিব হাসান রণি (বাংলা)। সদস্য হিসেবে আছে চিরঞ্জিত সাহা (হিসাববিজ্ঞান),জারিফ আঞ্জুম অংকন(দর্শন) ও উম্মে হাবিবা মিথিলা(সমাজকর্ম)।