Home সারাদেশ বিশ্বস্ত হাত ফাউন্ডেশন ও Oxygen Of Humanity-এর যৌথ উদ্যোগে মেডিকেল ক্যাম্প

বিশ্বস্ত হাত ফাউন্ডেশন ও Oxygen Of Humanity-এর যৌথ উদ্যোগে মেডিকেল ক্যাম্প

দখিনের সময় ডেস্ক:

মানবতার সেবায় নিবেদিত বিশ্বস্ত হাত ফাউন্ডেশন ও Oxygen Of Humanity এর যৌথ উদ্যোগে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার গাজীপুর, বদরপুর, শ্যামপুর তিনটি স্থানে ৭ই সেপ্টেম্বর (শনিবার) সফলভাবে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পগুলোতে ৬০০-৭০০ জনেরও বেশি অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। বিশেষত, যেসব মানুষ বন্যার কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলেন, তারা এই ক্যাম্পের মাধ্যমে অত্যাবশ্যকীয় চিকিৎসা পেয়েছেন।

বিশ্বস্ত হাত ফাউন্ডেশন ও Oxygen Of Humanity এর সদস্যগণের যৌথ উদ্যোগে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে ৭ই সেপ্টেম্বর (শনিবার) মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।

বিশ্বস্ত হাত ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই উদ্যোগের পেছনে ছিল দক্ষ ডাক্তারের একটি টিম, যারা অত্যন্ত যত্নসহকারে রোগীদের সেবা প্রদান করেছেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার গাজীপুর, সোনপুর এবং বদরপুর এলাকায় তিনটি ক্যাম্প পরিচালনা করে প্রান্তিক জনগণের মাঝে ত্রাণ ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হয়েছে। অনেক এলাকার জন্য এটি ছিল প্রথমবারের মতো ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাওয়ার সুযোগ।

এই মহতী উদ্যোগে ডাক্তাররা রোগ নির্ণয়, স্বাস্থ্য পরীক্ষা, এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করেছেন যাতে স্থানীয় জনগণ উপকৃত হয়। ক্যাম্পে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা সহায়তা অন্তর্ভুক্ত ছিল, যা স্থানীয় জনগণের জন্য একটি বড় উপকার বয়ে এনেছে।

বিশ্বস্ত হাত ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, এখনও অনেক মানুষ সহায়তার অপেক্ষায় রয়েছে। তারা সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে এই মহতী কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা সম্ভব হয়। মানবতার সেবায় এগিয়ে আসুন, আপনার সাহায্য অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের জীবনকে আরও সহজ করে তুলতে পারে।

বিশ্বস্ত হাত ফাউন্ডেশনের সাথে যোগাযোগ: Faithfulhandfoundation@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ২০০১...

সীমান্তে আবারও মিয়ানমার থেকে গুলি, টেকনাফে আতঙ্ক

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ গোলাগুলির ঘটনায় গুলি এসে টেকনাফ স্থলবন্দরের একটি পণ্যবাহী ট্রাক ও স্থানীয়...

জাবি’র সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে মারধর, হাসপাতালে মৃত্যু

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়েছেন। পরে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৬৫

দখিনের সময় ডেস্ক: দেশব্যাপী ফের আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।...

Recent Comments