Home শোক বার্তা সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:
 ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে পরকালের পারিজমান তিনি। তাকে হারানোর ১৮ বছর পরও সাংবাদিকদের হৃদয়জুড়ে আছেন সজ্জন মুনির হোসেন।
এদিকে, ১৮তম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক মুনির হোসেনের স্মরণে পরিবারের পক্ষ থেকে দোয়া-মোনাজাত আয়োজন করা হয়েছে। এছাড়া তাঁর রুহের মাগফেরাত কামনায় সোমবার সকালে কবর জিয়ারত করা হবে। প্রয়াত মুনির হোসেন বরিশাল প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক, দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক ও সাপ্তাহিক ইতিবৃত্তের প্রকাশক-সম্পাদক এসএম জাকির হোসেনের মেঝ ভাই। সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন রাজপথ থেকে উঠে আসা একজন প্রগতিশীল রাজনীতিক। বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ বছর।
মাত্র ৪৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুনির হোসেন। সাংবাদিকতা এবং রাজনীতির পাশাপাশি একজন দক্ষ সাংস্কৃতিক সংগঠক ছিলেন তিনি। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পদে থেকে সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্ব দিয়েছেন মুনির হোসেন। নানা প্রতিকূলতা কাটিয়ে সাধারণ মানুষের পক্ষে থেকেছেন তিনি। শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে বরিশালের জাগ্রত মানুষের মাঝে ঐক্যের প্রয়াস চালিয়েছেন মুনির হোসেন।
সাপ্তাহিক লোকবাণী দিয়ে সাংবাদিকতা জীবন শুরু হলেও, বরিশালের প্রথম দৈনিক দক্ষিণাঞ্চলের প্রথম বার্তা সম্পাদক হিসেব দায়িত্ব পালন করেছেন মুনির হোসেন। জাতীয় দৈনিক জনতার বরিশাল প্রতিনিধি ছিলেন তিনি। দৈনিক আজকের বার্তার বার্তা সম্পাদকের দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। বাংলাদেশ টেলিভিশনের বরিশাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন সততার সাথে। তার সম্পাদিত সাপ্তাহিক ইতিবৃত্ত ম্যাগাজিন বেশ আলোড়ন তুলেছিলো বরিশাল তথা দক্ষিণাঞ্চলের পাঠকের হৃদয়ে। বর্তমানে সেই পত্রিকার প্রকাশনা এবং সম্পাদনা করছেন তাঁরই ছোট ভাই বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক মতবাদের সম্পাদক এসএম জাকির হোসেন।
প্রয়াত মুনির হোসেনের ঘণিষ্ঠ সহকর্মী এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা জানিয়েছেন, ‘মুনির হোসেন সাংবাদিকতা পেশায় জীবনে অনেক অবদান রেখে গেছেন। সাংবাদিকতায় তাঁর কর্মকাণ্ড ছিল প্রশংসনীয়। তিনি সাংবাদিকতা পেশাকে কলুষ মুক্ত রেখে জীবনের শেষ দিন পর্যন্ত সৎ ও সাহসী সাংবাদিকতা করে গেছেন। এ কারণেই মৃত্যুর ১৮ বছর পরও তিনি সাংবাদিকদের পরম বন্ধু এবং সজ্জন হয়ে বেঁচে আছেন সকলের মাজে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে

দখিনের সময় ডেস্ক: নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত...

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

Recent Comments