• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তে আবারও মিয়ানমার থেকে গুলি, টেকনাফে আতঙ্ক

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ণ
সীমান্তে আবারও মিয়ানমার থেকে গুলি, টেকনাফে আতঙ্ক
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ গোলাগুলির ঘটনায় গুলি এসে টেকনাফ স্থলবন্দরের একটি পণ্যবাহী ট্রাক ও স্থানীয় এক ব্যক্তির বসতঘরে লেগেছে। যার কারণে টেকনাফ স্থল বন্দরসহ দমদমিয়া এলাকায় গুলির অব্যাহত শব্দ স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধি, বন্দর কর্তৃপক্ষ এবং স্থানীয়রা এসব তথ্য নিশ্চিত করেছেন। । তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি। এরপরও থেমে থেমে গুলির শব্দ ভেসে আসছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় স্থলবন্দর এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।

লালদিয়া নামক স্থানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং আরএসও এর মধ্যে এ গোলাগুলি বলে জানিয়েছেন টেকনাফ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজির আহমদ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আরএসও লালদিয়ায় অবস্থান করে আসছিল। তাদেরকে লালদিয়া ছেড়ে চলে যেতে সময় বেঁধে দেয়া হয়। কিন্তু আরএসও লালদিয়ার নিয়ন্ত্রণ ছেড়ে না দেয়ায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি হামলা করেছে।