Home সারাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতার বিরুদ্ধে বহিষ্কৃত নেতার অভিযোগ

ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতার বিরুদ্ধে বহিষ্কৃত নেতার অভিযোগ

দখিনের সময় ডেস্ক:

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন ঊর্মি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শামীম শেখের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত এক ছাত্রদল নেতা। মো. মিনহাজুল ইসলাম নামের বহিষ্কৃত ওই ছাত্রদল নেতা দাবি করেছেন, কেন্দ্রীয় ওই দুই ছাত্রদল নেতা বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টরে সুবিধা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন। তিনি তার বিরোধিতা করায় কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে বহিষ্কার করানো হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ছাত্রদল থেকে সদ্য বহিষ্কৃত মিনহাজুল ইসলাম।

মিনহাজুল ইসলাম লিখিত বক্তব্যে দাবি করেন, তিনি ও তার সহপাঠী গোলাম রাব্বানীকে গত ৮ নভেম্বর রাতে ফোন দিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক শামীম শেখ মেরে ফেলার হুমকি দেয়। এ সময় তিনি তার শ্যালিকা ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন ঊর্মির পক্ষাবলম্বন করে বলেন, ঊর্মির সঙ্গে লাগতে গেলে কেউ টিকতে পারবে না। তিনি আরও দাবি করেন, ঊর্মি ৫ আগস্টের পর থেকে তিনি ব্যাপক হারে বিতর্কিত কর্মকাণ্ড শুরু করেন বরিশাল বিশ্ববিদ্যালযয়ে।

এর বিরোধিতা করার কারণেই তার সঙ্গে দ্বন্দ্ব হয় উর্মির। এ ঘটনায় তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় সাধারণ ডায়েরি ও করেছেন উর্মির বিরুদ্ধে। এতে ঊর্মি তার ভগ্নিপতি কেন্দ্রীয় ছাত্রদল নেতাকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় সংসদকে ভুল বুঝিয়ে তাকে বহিষ্কার করায়।

এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন ঊর্মি এই অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি বলেন, যারা সংবাদ সম্মেলন করেছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। চাঁদাবাজির অভিযোগে কেন্দ্রীয় সংসদ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

লাজ ফার্মায় নিয়োগ

দখিনের সময় ডেস্ক: দেশের সর্ববৃহৎ খুচরা ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজ ফার্মা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্যাশ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ...

৮৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

দখিনের সময় ডেস্ক: বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম হল হোয়াটসঅ্যাপ। এই কারণে মেটা মালিকানাধীন অ্যাপটিকে হ্যাকাররা বারবার টার্গেট করে। ফলে মাঝেমাঝেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জালিয়াতির...

কখন বুঝবেন চাকরি ছেড়ে দেওয়া প্রয়োজন?

দখিনের সময় ডেস্ক: কাজের পরিবেশ নেতিবাচক হলে সেখানে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে ওঠে। অতিরিক্ত পরিশ্রম, অফিস ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্যের অভাব বা একটা...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১২১১

দখিনের সময় ডেস্ক সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। গতকাল সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও...

Recent Comments