Home সারাদেশ মুলাদিতে শিশুদের জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুলাদিতে শিশুদের জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

দখিনের সময় ডেস্ক:
আজ ২৯ অক্টোবর ২০২৪ (মঙ্গলবার)  বরিশালের মুলাদিতে শিশুদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে শিক্ষিত করার লক্ষ্যে “শিশুদের জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রতিরোধে করণীয়” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেইন্ট- বাংলাদেশ এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর আর্থিক এবং কারিগরি সহায়তায় পরিচালিত “শিশুদের জন্য কর্মসূচী” প্রকল্পের আওতায়  প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়, যেখানে চরলক্ষ্মীপুর বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আবুল মনসুর  , যিনি তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তন আমাদের দেশের শিশুদের ভবিষ্যতের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তা প্রতিরোধে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করবে, যা ভবিষ্যতে তাদেরকে পরিবেশ সংরক্ষণে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”
শিশুরা রচনাগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব যেমন বন্যা, খরা, অতিবৃষ্টি, তাপমাত্রা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের বিষয়গুলো তুলে ধরে। তাদের লেখায় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি, পরিবেশ রক্ষা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। অনেক শিক্ষার্থী পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ, পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার, এবং জ্বালানি সাশ্রয়ের মতো পদক্ষেপের ওপর জোর দেয়।
প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “শিশুদের জন্য কর্মসূচী” প্রকল্পের সহকারী মিল অফিসার সামশুল হক , যিনি বলেন, জলবায়ু পরিবর্তন শিশুদের শিক্ষার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলছে, বিশেষত যেসব অঞ্চল ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদির সম্মুখীন হয়। এসব প্রাকৃতিক দুর্যোগ স্কুল ধ্বংস করে, যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করে এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা কঠিন করে তোলে। এছাড়া “শিশুরা যদি ছোট থেকেই পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন হয়, তাহলে ভবিষ্যতে তারা এই সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন “শিশুদের জন্য কর্মসূচী ” প্রকল্পের মুলাদির ইউনিয়ন ফ্যাসিলিটেটর (স্বাস্থ্য) অলিউল ইসলাম, হাবিবা তানজিলাসহ অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামালসহ  অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

আমাদের দায়িত্ব সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের...

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হলেন শাহজাহান ওমর

দখিনের সময় ডেস্ক: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর নিজ বাড়ি ও গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন।...

Recent Comments