Home সারাদেশ গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে স্যার ডাকাতে হয়!

গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে স্যার ডাকাতে হয়!

দখিনের সময় ডেস্ক:

মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা শাখার সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ দাবি করেছেন, তাদের ব্যাংকের কর্মকর্তাদের ‘স্যার’ বলতে হবে।

গ্রামীণ ব্যাংকের মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা শাখার ব্যবস্থাপককে ‘স্যার’ সম্বোধন না করায় গ্রাহকের সঙ্গে অসদাচরণের অভিযোগের পর বিষয়টি ‘সমাধান’ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ব্যাংক ব্যবস্থাপককে ভাই সম্বোধন করায় এক গ্রাহকের প্রতি অসন্তুষ্টি জানাচ্ছেন অন্য এক কর্মকর্তা। তিনি সেই গ্রাহককে ‘স্যার’ বলতে বলেন। এটাই ‘নিয়ম’, এই কথা বলার পর তর্কাতর্কির এক পর্যায়ে সেই গ্রাহকের ফোন কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয়।

ঝিটকা বাজারের মিষ্টি ব্যবসায়ী সমর সন্ন্যাসীর ছেলে সুব্রত সন্ন্যাসী বুধবার ওই শাখায় যান। তার সঙ্গে এই বাদানুবাদের আলোড়ন তুলেছে এরই মধ্যে।

তবে যাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত সেই শাখা ব্যবস্থাপক অদ্বৈত কুমার মৃধা বলছেন, “গ্রাহকের সঙ্গে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি গ্রামীণ ব্যাংকের দুইজন বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও এরিয়া প্রধানকে নিয়ে গ্রাহকের সঙ্গে বসে সমাধান হয়ে গেছে।” কী সমাধান হল, সে প্রশ্নে তিনি জবাব না দিলেও সুব্রত সন্ন্যাসী বলেন, “এ ঘটনার জন্য সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ দুঃখ প্রকাশ করেছেন।”

সুব্রতের মোবাইল ফোনে করা এ ঘটনার ভিডিওতে দেখা যায়, ব্যাংকের ওই শাখায় আলাপচারিতার একপর্যায়ে সুব্রত সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদকে বলছেন, ‘সম্মান দিয়ে ভাই বলা কি অপরাধ? আপনাদের ভাই বলা যাবে না? স্যারই বলতে হবে?”

উত্তরে আবুল কালাম বলছেন, “ভাই বলা যাবে না, স্যার বলবেন। আপনি ভদ্রতা দেখান। গ্রামীণ ব্যাংকের সবাইকে স্যার বলতে হবে।”

সুব্রতের প্রশ্ন “কেন?” প্রতি উত্তরে আবুল কালাম বলেন, “এটাই নিয়ম; এটা সবাই বলে।”

পরে গ্রাহক পাল্টা প্রশ্ন করলে, তিনি বলেন, “আপনি এত তর্ক করেন কেন? আপনার কোন সম্পর্কের ভাই উনি (ব্যবস্থাপক)?”

পরে সুব্রত সন্ন্যাসীর দিকে আঙুল তুলে ‘কথাবার্তা সাবধানে বলার হুমকি দেন’ আবুল কালাম।

সুব্রত আঙুল নামাতে বললে আবুল কালাম মারমুখি হয়ে তাকে ব্যাংক থেকে বের করে দেন ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

পরে ব্যাংকের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকতাসহ আবুল কালাম আজাদ তার সঙ্গে বসে বিষয়টির সমাধান করেছেন বলে জানিয়েছেন সুব্রত সন্ন্যাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

আমাদের দায়িত্ব সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের...

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হলেন শাহজাহান ওমর

দখিনের সময় ডেস্ক: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর নিজ বাড়ি ও গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন।...

Recent Comments